রাজশাহী: প্রদীপ মার্ডীকে সভাপতি এবং দীলিপ রায়কে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের দুইদিনব্যাপী নবম কাউন্সিল শেষে বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মিঠুন কুমার রায় এবং আবুল ফজল, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শুভ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, দফতর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মাসুদ রানা, রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক খালেদুল প্রমুখ।
ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈকি কর্মসূচি পালনে নিষেধাঙ্গা থাকা সত্ত্বেও গত বুধবার বিশ্ববিদ্যালয়ের আমতলায় প্রকাশ্য নবম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু করতে যায়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাধায় দলটির কাউন্সিল পণ্ড হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটরিয়ায় ঘরোয়াভাবে কাউন্সিল অনুষ্ঠিত হয়।