সিসিনিউজ: পটুয়াখালী সরকারি কলেজে পরীক্ষা কেন্দ্রে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে পরীক্ষা শুরু হবার তিন ঘণ্টা আগেই সরকারি কলেজের সামনে বিভিন্ন ফটোকপির দোকানে উত্তরপত্রসহ এসব প্রশ্ন ৫ হাজার টাকায় বেচতে দেখা গেছে। আর যারা প্রশ্ন পেতে দেরি করেছেন তাদের কলেজের কিছু ছাত্রলীগ নামধারী নেতারা পরীক্ষার হলে গিয়ে ও মোবাইলে এসএমএস করে উত্তরপত্র সরবারাহ করছেন।
এদিকে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হলে প্রশাসনের কর্তা ব্যক্তিরা তৎপর হয়