জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় ইউএসএস-এর গার্ল পাওয়ার প্রকল্পের উদ্যেগে ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগীতায় নারী শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সংবাদ প্রকাশের মাধ্যমে বলিষ্ঠ ভুমিকা রাখার জন্য সাংবাদিক সম্মাননা’১৪ প্রদান অনুষ্ঠান শনিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও জলঢাকা প্রেসকাব সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলঢাকা পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ইউ এস এস এর নির্বাহী পরিচলক আলাউদ্দিন আলী ও প্রকল্প সমন্বয় কারী মোস্তফা কামাল, প্ল্যান ইন্টারন্যাশনাল এর নীলফামারী ইউনিট ম্যানেজার ড. ঋষিকেশ সরকার, বক্তব্য রাখেন বিচারক মন্ডলীর পক্ষে অধ্যক্ষ বাবু বিবেকানন্দ মোহন্ত, সাংবাদিদের পক্ষে আলহাজ্ব মশিউর রহমান বাবু, কৈমারী শিশু সংগঠনের সভানেত্রী আরজিনা খাতুন প্রমুখ। প্রতিবছরের ন্যয় এবারও নারী শিশু নির্যাতন ও বাল্য বিবাহ বন্ধে সংবাদ প্রকাশের মাধ্যমে বলিষ্ঠ ভুমিকা রাখার জন্য সাংবাদিক সম্মাননা’১৪ প্রদান অনুষ্ঠানে সেরা সম্মাননা পেলেন সাংবাদিক আবেদ আলী, আব্দুল হালিম হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, হাসিবুল ইসলাম মিতু, আলহাজ্ব মশিউর রহমান বাবু, এন আই মানিক, মর্তুজা ইসলাম, জাহিনুর ইসলাম জীবন।