আন্তর্জাতিক ডেস্ক : জাপানে দুটি অত্যাধুনিক ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এ দুটি ড্রোন দূরপাল্লার নজরদারিতে সক্ষম।
এর মাধ্যমে চীনের নৌ তৎপতরা এবং উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি সম্পর্কে নজরদারি করা সম্ভব হবে।
জাপানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার লে, জেনারেল সাম অ্যাঞ্জেলেলা জানান, ড্রোন দুটি অক্টোবর পর্যন্ত জাপানে মোতায়েন থাকবে।
ড্রোন দুটি ৬০,০০০ ফিট উপর দিয়ে (১৮.৩ কিলোমিটার) টানা ২৪ ঘণ্টা বা তারও বেশি সময় উড্ডয়নে সক্ষম।
এই ড্রোনের সাহায্যে এশিয়ার মূল ভূখন্ডে নজরদারি করতে সক্ষম হবে জাপান। সূত্র: এপি