নীলফামারী প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্য দিয়ে নীলফামারীতে পালিত হচ্ছে বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলে শনিবার সকালে সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এ.এম রফিকুন্নবীর নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহর প্রদীণ করে আবার সেখানেই আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমার সভাপতিত্বে আলোচনায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশীদ, মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামান মনি, ডা. শাহ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বেসরকারী উন্নয়ন সংস্থা ব্রাক প্রতিনিধি রইস উদ্দিন ও রিলেশনের কর্মসূচী ব্যবস্থাপক আবু তোফায়েল বক্তব্য রাখেন।
জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসূচীতে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক-শিার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।