লালমনিরহাট প্রতিনিধি: জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল থেকে শনিবার দুপুরে প্রদীপ বর্মণ (২৬) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে দহগ্রাম পুলিশ ফাঁড়ির সদস্যরা।
পুলিশ সুত্রে জানা গছে, আটক ব্যক্তি ভারতের দার্জিলিং জেলার মাটিগাড়া থানার রানা কলোনীর বাসিন্দা। তিনি গত ১৯ মে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। জেলার বীরগঞ্জে বোনের বাড়িতে উঠেন। হিলি সীমান্ত দিয়ে ভারতে ফেরত যেতে না পেরে দহগ্রাম সীমান্ত দিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দহগ্রাম পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করে থানায় সোপর্দ করে।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামান আমির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে প্রদীপ বর্মণের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। তাকে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।