সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। আজ শনিবার সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেভেলপমেন্ট কাউন্সিল (ডিসি) এর আয়োজনে অনুষ্ঠিত এসব কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুশফিকা ইফফাত। অংশগ্রহণ করে সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিস, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা স্বাস্থ্য বিভাগ, সৈয়দপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন, তামাক নিয়ন্ত্রণে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থা সৈয়দপুরের পাশ্ববর্তী দিনাজপুরের খানসামা উপজেলার বিকাশ, রংপুরের তারাগঞ্জ উপজেলার গণ পল্লী উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিকাশ’র নির্বাহী প্রধান নুরুল হক, পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান মোঃ আজিজুল হক, কো-অর্ডিনেটর ধীমান রায়, ডিসি’র প্রতিনিধি রফিকুল ইসলাম, সমাজসেবক ফয়জার রহমান প্রমুখ।