সিসিনিউজ: সৈয়দপুর মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার।
প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক আহসান উদ্দীন বাদল জানান, ২৩টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছাত্রদের মধ্যে দ্বাদশ শ্রেনীর মানিক হোসেন চ্যাম্পিয়ন ও বিএসএস প্রথম বর্ষের মাইদুল ইসলাম রানার্স আপ এবং ছাত্রীদের মধ্যে বিএসএস প্রথম বর্ষের ইতি খাতুন চ্যাম্পিয়ন ও একাদশ শ্রেনীর মানবিক বিভাগের আরিফা ইসলাম ববি রানার্স আপ নির্বাচিত হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সকল সদস্য, শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।