শাহজাহান আলী, সিসিনিউজ: সৈয়দপুরে হারিয়ে যাচেছ পল্লীর চিরচেনা রসালো নানা ফল। পল্লী গাঁয়ের চিরচেনা কদবেল, ডেউয়া, করমচা, কামরাঙা, লটকন, চালতা, তেঁতুল, বিলেতি গাব, বেতফল, খেঁজুর, জামরুল, জাম, বেল, আমড়া, জলপাই, বাতাবি লেবু, গোলাপজাম, আতা, তাল, কাঠবাদামসহ বিভিন্ন প্রকারের অসংখ্য ফল আজ হারিয়ে যেতে বসেছে। পল্লী গাঁয়ের ঝোপ-ঝাড় কেটে ফেলায় আগামি ১০ বছরের মধ্যে চিরচেনা এসব ফলের দেখা আর কোনদিনই মিলবে না বলে অনেকের আশংকা। ঝোপঝাড়ের এসব ফলের চারা সাধারণত মানুষ পরিকল্পিতভাবে রোপণ করেন না। বাড়ির কোণে কিংবা ঝোপঝাড়ের মধ্যে মাঠে অথবা ক্ষেতের আইলের কোথাও প্রকৃতির নিয়মে কিংবা পশুপাখির বিষ্ঠায় বীজবাহিত হয়ে এসব ফলের গাছ জন্মায়। পরবর্তীতে এসব গাছের ফলই আমাদের রসনার স্বাদ যোগায়। এলাকার বয়োবৃদ্ধরা জানান, আগেকার সময়ে বর্ষা মৌসুমে কিংবা অন্য যে কোনো মৌসুমে গ্রামের জনপদে এসব ফলের প্রচুর দেখা মিললেও নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে এসব রসালো ফলের গাছ এখন আর তেমন চোখে পড়েনা। বাজারে এসব ফলের চাহিদা থাকা সত্বেও ফলের আবাদ কমে যাওয়ায় এখন আর সেভাবে এসব ফল সরবরাহ করা সম্ভব হয়না। ব্যবসায়ীরা জানান, চিরচেনা কদবেল, ডেউয়া, বিলেতি গাব, বেতফল, খেজুরসহ রসালো ফল এখন আর আগের মত পাওয়া যায় না। ফলে দেশীয় এসব ফল খাওয়ার মজা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে।