মাদারীপুর : মাদারীপুরের টেকেরহাট বন্দরের মিল্কভিটা রোড এলাকায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে এক মাদ্রাসা শিক্ষক ও এক ভ্যানচালক নিহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, টেকেরহাট মাদ্রাসার শিক্ষক আবুল বাশার ভ্যানযোগে টেকেরহাট বন্দর থেকে বাড়ির দিকে ফিরছিলেন। অজ্ঞাত দুর্বৃত্তরা মিল্কভিটা রোড এলাকায় হামলা চালায়। এ সময় আবুল বাশার ও ভ্যানচালককে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হলে দুই জনই গুলিবিদ্ধ হয়। সন্ত্রাসীরা মৃত্যু নিশ্চিত করতে দুই জনকেই ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এলাকাবাসী টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা টেকেরহাট আবাসিক এলাকা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ওই ভ্যানচালকে মৃত অবস্থায় দেখতে পায়। গুরুতর আহত অবস্থায় মাদ্রাসা শিক্ষক আবুল বাশারকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল বাশারের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে এবং ভ্যানচালকের পরিচয় পাওয়া যায়নি।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও চাপাতি উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে এবং দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে।’