• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

নীলফামারীতে পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয়ের দাবিতে বাকাসস এর কর্মবিরতি

Nilphamari Pic 1নীলফামারী প্রতিনিধি: জেলা ও  উপজেলা প্রশাসনের তৃতীয়  শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করণের দাবিতে নীলফামারীতে কর্মবিরতি করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস)। এদিকে কর্মসূচি চলাকালে  জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সেবা নিতে আসা শত শত মানুষ চরম দূর্ভোগে পরে।
রোববার বাকাসস জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে সকাল ১০টা  থেকে ১১টা পর্যন্ত  এক ঘন্টা ব্যাপী কর্মসূচিতে  জেলা ও উপজেলা প্রশসানের কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
কর্মসূচি চলাকালে বাকাসস’র নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব সামসুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, সাংগঠনিক সম্পাদক আশরাফ আলী শাহ ফকির, নির্বাহী সদস্য সামিয়া শাহনাজ ও ননীবালা রায় প্রমুখ।
বক্তরা অভিযোগ করে বলেন, মানীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ নির্দেশ থাকা সত্বেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন ও ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান না করে একটি একটি  কোয়েরী দিয়ে বিভাগী, জেলা ও  উপজেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পদবী পরিবর্তন ও  বেতন স্কেল সমন্বয়করণ সংক্রান্ত দাবি বাস্তবায়নের  ক্ষেত্রে দীর্ঘ দিন  থেকে সময়  ক্ষেপন করে আসছে।  তাই উক্ত দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
সমাবেশ  শেষে কেন্দ্র ঘোষিত নতুন আন্দোলন কর্মসূচি  ঘোষনা করে দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসক চত্তরে বিক্ষোভ মিছিল করে আন্দোলন কারীরা।
নীলফামারী  জেলা বাকাসস’র সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন জানান, দাবী আদায় না হওয়া পর্যন্ত আগামী ২ ও ৩ জুন সকাল থেকে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কার্যালয় চত্তরে এক ঘন্টা, ৫,৮ ও ৯জুন দুই ঘন্টা, ১০,১১ ও ১২ জুন তিন ঘন্টা এবং ১৫জুন পুর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ