• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

নতুন উপজেলা ওসমানীনগর, গুইমারা ও পৌরসভা দেবীগঞ্জ, নাজিরহাট

Parlamentসিসিনিউজ: খাগড়াছড়ির গুইমারা ও সিলেটের ওসমানীনগর থানাকে উপজেলা এবং পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা ও চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাটে পৌরসভা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ফলে দেশে ৪৮৭টি উপজেলা থেকে ৪৮৯টি উপজেলায় উন্নীত হয়েছে। এছাড়া, লক্ষ্মীপুরের সদর থানার চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীত করার সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিকারের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এনএম জিয়াউল আলম সাংবাদিকদের জানান, খাগড়াছড়ি পার্বত্য  জেলার গুইমারা থানাকে উপজেলায় উন্নীতকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন এ উপজেলার ইউনিয়নের সংখ্যা তিনটি, আয়তন ১১৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হবে ৪৪ হাজার ২০২ জন। এছাড়া, সিলেট জেলার ওসমানীনগর থানাকে উপজেলায় উন্নীত করা হয়েছে। নতুন এ উপজেলার ইউনিয়ন সংখ্যা ৮টি, আয়তন ২২৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ২ লাখের বেশি হবে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুসারে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা সদরে পৌরসভা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় সভায়। এ পৌরসভার জনসংখ্যা হবে ৫০ হাজার। পাশাপাশি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় নাজিরহাট  পৌরসভা প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এ পৌরসভার জনসংখ্যা হবে ৫ হাজার। এছাড়া, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকে থানায় উন্নীতকরণ এবং এর কার্যক্রম পরিচালনার জন্য অতিরিক্ত ২৪টি পদ সৃষ্টির সিদ্ধান্ত নেয়া হয়। নতুন এ থানার ইউনিয়নের সংখ্যা হবে নয়টি, আয়তন ২০৩ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হবে ৩ লাখের বেশি। একই সঙ্গে এক উপজেলা  থেকে অন্য উপজেলায় ইউনিয়ন বা ওয়ার্ড সংযোজন এবং বিদ্যমান/নবসৃষ্ট সিটি করপোরেশনে অন্তর্ভুক্ত এলাকা ছাড়া বাকি এলাকা নিয়ে উপজেলা পুনর্গঠন সংক্রান্ত নীতিমালা অনুমোদন দেয়া হয় সভায়। কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স ও পরিষদের বাসভবনগুলো সদর দক্ষিণ উপজেলার সীমানা থেকে কেটে আদর্শ সদর উপজেলার সীমানার অন্তর্ভুক্ত করা এবং অবশিষ্ট এলাকা নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পুনর্গঠনের সিদ্ধান্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ