• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন |
শিরোনাম :

রসুন প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক

rasunস্বাস্থ্য ডেস্ক: আপনি কি জানেন এমন কিছু খাবার রয়েছে যেগুলো দৈনিক গ্রহণ করলে হজমশক্তি বাড়ে, হৃদরোগ প্রতিরোধ হয়, শরীরের ওজন নিয়ন্ত্রণ থাকে, মূত্রতন্ত্রের কার্যকারিতা অক্ষুণ থাকে। যেমন : রসুন, পার্সলে (খাদ্যে ব্যবহৃত সুগন্ধিযুক্ত পাতা) কিংবা ক্যানবেরি আপনার শরীরে প্রয়োজনীয় এমন কিছু পুষ্টি উপাদানের জোগান দেয়, যা শরীরের চালিকাশক্তি হিসেবে কাজ করে।
রসুন : রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। অন্যান্য অ্যান্টিবায়োটিকের মতো রসুনও শরীরে অনুপ্রবেশকারী বেশ কিছু জীবাণুর আক্রমণ প্রতিহত করতে পারে। রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, জিংক সেলেনিয়াম, ভিটামিন-এ এবং ভিটামিন-সি। রসুন সাধারণত হজমক্ষমতা বৃদ্ধি, ইনফেকশন প্রতিরোধ, রক্তপ্রবাহ বৃদ্ধি এবং হৃদরোগ প্রতিরোধে ভূমিকা রাখে।
পার্সলে : বিভিন্ন রান্নায় সুগন্ধি ছড়ানোর কাজে এটি ব্যবহৃত হয়। এটি এক ধরনের পাতা। এ পাতায় রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ ক্যালসিয়াম, আয়রন, রিবোফ্লাবিন, পটাশিয়াম, থায়ামিন, ভিটামিন-এ এবং সি। স্বল্প পরিমাণে নিয়াসিনও রয়েছে পাতাটিতে। বিশিষ্ট হজমকারক এবং শ্বাস পরিষ্কারক হিসেবে পার্সলে সমধিক পরিচিত। এতে রয়েছে উচ্চমাত্রার গন্ধ বিশোষক এবং জারক ক্লোরোফিল। আসলে পার্সলে ভেষজ প্রক্রিয়ায় ওজন হ্রাসকারী ওষুধের একটি উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দীর্ঘদিন থেকে। তবে আধুনিক গবেষণায় দেখা গেছে, এটি কিডনি, লিভার, থাইরয়েড এবং অন্যান্য গ্রন্থির স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সহায়তা করে।
ক্যানবেরি : মূত্রতন্ত্রের ইনফেকশন প্রতিরোধে ক্যানবেরি শত শত বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। কারণ এর মধ্যে কিছু উপাদান রয়েছে যা প্রস্রাবে অবস্থিত ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধিতে বাধা দেয়। ক্যানবেরির জুসের মধ্যে এমন কিছু উপাদানের সন্ধান মিলেছে যেগুলো মূত্রতন্ত্রের বিভিন্ন নালির অভ্যন্তরীণ পৃষ্ঠের কোষের সংস্পর্শে আসা ব্যাকটেরিয়ার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ