• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন |

ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ভোট তথ্য

image_96773_0ঢাকা: ভোটারদের ভোগান্তি কমাতে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে ইসির ওয়েবসাইটে ভোট তথ্য প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। ওয়েবসাইট থেকে ভোটার তার ভোট নম্বর ও কেন্দ্র নাম জানতে পারবেন। শুক্রবার থেকে ভোটার তাদের তথ্য সংগ্রহ করতে পারছেন। আগামী ২৬ জুন এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত মঙ্গলবার কমিশন সভায় নারায়ণগঞ্জ-৫ উপনির্বাচনে ওয়েবসাইটে তথ্য প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়।

সংশ্লিষ্ট শাখার দায়িত্বশীল কর্মকর্তারা জানান, ভোটার নম্বর পেতে ইসির নিজস্ব ওয়েবসাইটে প্রবেশ করলে ‘নারায়ণগঞ্জ-৫ এর ভোট কেন্দ্রের তথ্য’ নামে একটি লিংক থাকবে। এতে ক্লিক করলেই নতুন উইনডো চালু হবে। ওই উইনডো থেকে ভোটাররা জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ লিখে ভোটার নম্বর ও কেন্দ্র নাম সংগ্রহ করতে পারবেন।

এ প্রসঙ্গে শাহনেওয়াজ বলেন, ‘ওয়েবসাইটে ভোটাদের তথ্য দেয়া এটি হবে কমিশনের প্রথম উদ্যোগ। তবে ওয়েবসাইট ছাড়াও ভোটাররা মোবাইলে এসএমএসের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ