• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৯:১৯ অপরাহ্ন |

দুঃশাসনে দেশের মানুষের আজ নাভিশ্বাস উঠেছে

Arsadঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দুঃশাসনে দেশের মানুষের আজ নাভিশ্বাস উঠেছে। দেশের মানুষ আজ দিশেহারা, তারা মুক্তি চায়, কর্মসংস্থান চায়।’
মঙ্গলবার বিকেলে রাজধানীর বিএমএ মিলনায়তেন জাতীয় ছাত্র সমাজের নতুন পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, ‘দেশে কর্মসংস্থানের অভাব, মানুষের মাঝে আহাজারি। আজ বিচারের বাণী নিভৃতে কাঁদে। বড়লোকের জন্য এক বিচার আর গরীবের জন্য অন্য বিচার। আমরা চাই দেশে ন্যয়বিচার প্রতিষ্ঠিত হোক।’
জাতীয় পার্টিকে জাতীয়তাবাদীর শক্তির ধারক দাবি করে তিনি বলেন, ‘জাতীয়তাবাদী শক্তির ধারক কেবল আমরাই। বিএনপি আজ দিশেহারা। তাদের নেতৃত্ব আজ সঙ্কটময়। আমরা বিএনপির অবস্থানে গিয়ে আগামীতে ক্ষমতায় যাবো।’
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘তোমরা আমাকে ক্ষমতায় যাওয়ার জন্য উৎসাহিত করেছো। সামনে আমাদের দৃষ্টি  থাকবে শুধু ক্ষমতার দিকেই।’
জাতীয় পার্টির চেয়ারম্যান সারাদেশে শিক্ষাঙ্গনগুলোতে ছাত্র সংসদের নির্বাচন দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, ‘তারা (আওয়ামী লীগ ও বিএনপি) নিজেদের গণতান্ত্রিক বলে দাবি করে। অথচ ক্ষমতায় থাকাকালে তারা ছাত্র সংসদগুলোতে নির্বাচন দেয়নি। সাহস থাকলে নির্বাচন দিয়ে নিজেদের ক্ষমতা যাচাই করুন।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো. ইফতেখার আহসান হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ