• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পূর্বাহ্ন |

ইতালি ও আইভরি কোস্ট কোচের পদত্যাগ

World Cupখেলাধুলা ডেস্ক: বিশ্বকাপে নিজ নিজ দলের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছেন ইতালি ও আইভরি কোস্টের কোচ। মঙ্গলবার গ্রুপ ডি-র শেষ ম্যাচে উরুগুয়ের কাছে ০-১ হেরে ব্রাজিল বিশ্বকাপ থেকে ছিটকে যায় চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ৷
অথচ বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রশংসা কুড়িয়েছিলেন ইতালি কোচ প্রান্দেলি ৷ পরের দুটি ম্যাচেও নিজের স্ট্র্যাটেজি ধরে রাখেন তিনি ৷ কিন্তু, জয় আসেনি ৷ কোস্টারিকা ও উরুগুয়ের কাছে হেরে ব্রাজিল বিশ্বকাপে ভবলীলা সঙ্গ হয় আজ্জুরিদের ৷ মঙ্গলবার ডেভিড গোডিনের একমাত্র গোলে জয় ছিনিয়ে নেয় উরুগুয়ে।
ম্যাচের পর দায় স্বীকার করে ইতালি কোচ প্রান্দেলি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন ৷ তিনি জানান, ‘ম্যাচের পরই আমি ইতালি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে আমার পদত্যাগের কথা জানিয়ে দিই ৷ কারণ, হারের দায় আমি নিজের কাঁধে নিচ্ছি ৷ কোনো দলের প্ল্যান কাজ না-করলে কোচকে তার দায়িত্ব নিতে হয় ৷’মাত্র এক মাস আগেই ইতালি ফুটবল ফেডারেশনের সঙ্গে ২০১৬ পর্যন্ত চুক্তি হয়েছিল প্রান্দেলির ৷ কিন্তু, তার আগে হারের দায় নিয়ে সরে দাঁড়ালেন ৫৬ বছর বয়সি প্রান্দেলি ৷
অন্যদিকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পর আইভরি কোস্টের কোচ লামুসি সাবর্ড়ি। আইভরি কোস্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন ফ্রান্সের সাবেক এ তারকা। তার চুক্তি মোতাবেক চলতি বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত দায়িত্ব পালনের কথা ছিল। কিন্তু দল গ্র“প পর্যায়েই বিদায় নেয়ার পর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন লামুচি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ