সোমবার দুপুরে কুড়িগ্রামের সবুজ পাড়ার নিজ বাসভবনে তার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম-২ আসনে ঈদুল ফিতর উদযাপন করতে এসে সাংবাদিকদের একথা জানান তিনি।
এসময় তিনি বলেন, এখন আমাদের দলে কোন বিভক্তি নেই। আমাদের চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেত্রী এক সাথে থেকে কাজ করছেন। তাই আমাদের স্যার ও ম্যাডাম ঈদের পর দল গোছানোর কাজ শুরু করবেন।
এসময় তাজুল বলেন, আগামী ৫ বছর পর নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার বদল হবে। সেসময় বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে তাদের নিবন্ধনও বাতিল হয়ে যাবে। উৎসঃ শীর্ষনিউজ