ঢাকা: ইউরোপের দেশ বুলগেরিয়াতে বাংলাদেশ নতুন দূতাবাস চালু হয়েছে। এ লক্ষ্যে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।
গতকাল বুধবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়াতে এ বিষয়ে দু’দেশের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণায়ের বহিঃঅনুবিভাগ সূত্র।
বর্তমানে তুরস্কে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জুলফিকার রহমানকে বুলগেরিয়া দূতাবাসের দায়িত্ব দেয়া হয়েছে। এ চুক্তির আওতায় দু’দেশের মধ্যে সব ধরনের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সূচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রাণলয়।