• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

আগ্নেয়গিরির লাভায় রান্না

article-0-202259E700000578-455_634x396সিসি ডেস্ক: রান্না করার হরেক পদ্ধতি দুনিয়া জোড়া প্রচলিত আছে।  কাঠ, তেল, কয়লা, বিদ্যুৎ, সৌর জ্বালানি ইত্যাদি দিয়ে সচরাচর রান্না করা হয়।  আবার কোথাও সূর্যের আলো দিয়েও রান্না করা হয়।  কিন্তু যে আগ্নেয়গিরি থেকে বের হওয়া আগুনের লাভা মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় সেই লাভা দিয়ে রান্নার ঘটনা মোটামুটি অবাক করার মতোই।

নিউইয়র্কের সাইরাকাস বিশ্ববিদ্যালয়ের স্যাম বোমপাস হলেন সেই ব্যাক্তি যিনি রান্না করতে লাভা ব্যবহার করেছেন।  তবে আরও মজার বিষয় হলো, এতক্ষন যারা ভাবছেন যে বোমপাস এই উদ্ভট কাণ্ডটি ঘটিয়েছেন কোনো এক আগ্নেগিরির কাছে গিয়ে, তাহলে ভুল ভাবছেন।  বোমপাস তার নিজের তৈরি লাভার সাহায্যে রান্না করে তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে।

এমন উদ্ভট কাণ্ড সম্পর্কে বোমপাস জানান, ‘আমরা সব সময়ই রান্নার ভিন্ন ভিন্ন পদ্ধতি খোঁজার চেষ্টা করি। আর আমাদের সামনে তো অধ্যাপক রবার্ট সোকেই উদাহরন হিসেবে উপস্থিত আছেনই।  তিনি লাভা নিয়ে টানা পাঁচ বছর গবেষণা করেছেন।’

অবশ্য এই ভয়ংকর কাজটি বোমপাস একা করতে পারেননি।  তাকে সাহায্যের জন্য এগিয়ে আসতে হয়েছে অধ্যাপক রবার্ট সোকেইকে।  এই দুইয়ের সমন্বয়ে তৈরি করা হয় কৃত্তিম লাভা।  আর পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত এটাই প্রথম লাভায় রান্না।

লাভার আগুনে তৈরি হওয়া রান্না খাওয়ার পর উচ্ছসিত বোমপাস জানান, ‘আপনি যখন লাভায় রান্না করবেন তখন নিজেই অবিভূত হয়ে যাবেন।  কারণ লাভার রয়েছে সঠিক তাপমাত্রা।  সাধারণত আমরা যখন বারবিকিউ করতে যাই তখন অনেক ধোয়া হয়, আর এর অন্যতম কারণ হলো পর্যাপ্ত উত্তাপ না পাওয়া।  লাভাতে এই সমস্যাটি আপনাকে একেবারেই পোহাতে হবে না।’

রবার্ট সোকেই তার গবেষণা দলের হয়ে জানান, ‘আমি প্রথমে ভেবেছিলাম তারা মজা করছে।  কিন্তু পরবর্তীতে তাদের কথা শুনে মনে হলো তারা সত্যিই সিরিয়াস।  কারণ পুরো ব্যাপারটাই খুব উচ্চাকাঙ্ক্ষী।  তারা কাজের সময় অনেক পরিশ্রম করেছে।  আর সত্যি বলতে কি তাদের কাজের কারণে আমাকেও কাজে নামতে হয়।  আমার মনে হয় এটা নতুন একটা আর্টের সূচনা হলো, যার প্রধান অনুসঙ্গ পৃথিবী নামক গ্রহের অভ্যন্তর থেকে বের হওয়া তরল আগুন আর প্রকৃতি প্রদত্ত সবজি।… প্রথম দিকে পুরো প্রকল্পটি গুছিয়ে নাসার কাছে পেশ করতে হয়েছিল আমাদের।  যখন নাসা পুরো প্রকল্পটি অনুমোদন করলো তখনই আমরা এই পরীক্ষাটি করতে পারি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ