• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন |

পাঁচবিবিতে গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি ও ক্রেষ্ট প্রদান

IMG_5261হিলি প্রতিনিধি: জয়পুরহাটেরর পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ পুণর্মিলনী-১৪ এবং গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তি ও ক্রেষ্ট প্রদান করেন স্থানীয় একটি আদর্শ শিক্ষার্থী সমিতি। বুধবার বিকেলে বিদ্যালয মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রভাষক মো: গোলাম মোস্তাফিজার রহমান, বিশেষ অতিথি ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাত আলী মন্ডল। অনুষ্ঠানে ১০০ জন কৃর্তি ছাত্রছাত্রীদেরকে ক্রেষ্ট, কলম এবং পরিবেশ রক্ষার জন্য একটি করে গাছের চারাও প্রদান করা হয়। ৩ জন অতি দরিদ্র ছাত্রকে নগদ অর্থ দেওয়া হয়। সমিতির সভাপতি আবু রায়হান (মুকুল) এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, এরকম একটি মহতী অনুষ্ঠানে দাওয়াত পেয়ে নিজেকে ধন্য মনে করছি, তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন তোমরাই দেশের ভবিষৎ, তাই বড় হতে হলে লেখাপড়ার বিকল্প কিছু নেই। সরকারী কোন অনুদান এলে সমিতিকে সহযোগিতা করবে বলেও তিঁনি কথা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ