ফুলবাড়ী: দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকাল ১১টায় উপজেলা চত্তরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
গত ১৭, ১৮, ১৯ জুলাই দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত দারিদ্র বিমোচনের নামে লুটপাট র্শীষক সংবাদের প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিল করে। পরে উপজেলার দারিদ্র বিমোচন কর্মকর্তা জুলফিকার আলীর নেতৃত্বে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্বারকলিপি প্রদান করেন।
স্মারক লিপিতে বলা হয়েছে, দারিদ্র বিমোচন অধিদপ্তর একটি সফল প্রতিষ্ঠান। তার ভাবমূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে এরকম একটি মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে। আমরা ওই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি।