ফুলবাড়ী (কুড়িগাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জছিমিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয় সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য পেশ করেন উদযাপন কমিটির প্রচার শাখার আহবায়ক সাংবাদিক আব্দুল আজিজ মজনু। সম্মেলনে মাস ব্যপি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে হীরক জয়ন্তী উদযাপনের কথা জানানো হয়। এ সময় সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, প্রধান শিক্ষক আবেদ আলী, ফুলবাড়ী মহিলা কলেজের উপাধ্যক্ষ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার মোঃ সলিমুল্যাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র/ছাত্রীদের নিবন্ধনের জন্য বিশেষ ভাবে আহবান জানানো হয়েছে।