বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে এক গাঁজা বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুন এ দন্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, ওই দিন জামালপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল বকশীগঞ্জ পৌর শহরের সর্দার পাড়া গ্রামের মোকসেদ আলীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে মোকসেদ আলীর দ্বিতীয় স্ত্রী আনোয়ারার (৩০) ঘর থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার ও আনোয়ারাকে আটক করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আমিনুল কবীর । পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম এহছানুল মামুন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতকে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।