জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বুধবার ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত মৌজার বুড়িতিস্তা নদীর উপর ব্রীজ নির্মাণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে নেকবক্ত মৌজার মনছারের ঘাট এলাকায় মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সোবহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক মমিনুল ইসলাম মঞ্জু, ডাউয়াবাড়ী আওয়ামীলীগ সাঃ সম্পাদক রউফুল আলম, ইউনুছ দেওয়ান, ইউপি সদস্য আব্দুল মালেক কাল্টু ও জামিয়ার রহমান প্রমুখ। বক্তারা বলেন, নেকবক্ত মৌজার বুড়িতিস্তা নদীর ওপারে ডিমলা উপজেলার আংশিক লালমনিরহাট জেলার কালীগঞ্জ ও হাতীবান্ধার একাংশ এবং জলঢাকা উপজেলার ৩টি ইউনিয়নের হাজার হাজার মানুষ এ নদীর উপর দিয়ে চলাচল করে। দীর্ঘদিন থেকে নেকবক্ত মৌজার মনছারের ঘাট এলাকায় ব্রীজ না থাকায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফা হাজার হাজার মানুষের মানববন্ধনে অংশ নিয়ে বলেন, এই এলাকার মানুষের প্রানের দাবী নেকবক্ত মৌজার মনছারের ঘাট এলাকায় ব্রীজ নির্মাণ করার জন্য সরকারের উচ্চ পর্যায়ে জোর চেষ্টা করব।