• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৫:১৫ অপরাহ্ন |

সৈয়দপুরে ইসরাইলী বর্বরতা হামলার প্রতিবাদে মানববন্ধন

Picসিসিনিউজ: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলী আগ্রাসনসহ বর্বর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বুধবার সৈয়দপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। উদীচী শিল্পী গোষ্ঠী স্থানীয় শাখার ব্যানারে সৈয়দপুরের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বেলা ১১টায় সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে ঘন্টাব্যাপি কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় অংশগ্রহণকারীরা হামলার ধিক্কার জানিয়ে ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করে। মানববন্ধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য বলেন উদীচীর স্থানীয় সভাপতি কাজী আবুল হাসনাত, নূরুজ্জামান জোয়ারদার, সাংস্কৃতিক কর্মী শফিকুল ইসলাম রনজু, শেখ রোবায়তুর রহমান, আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন জাভিস্কো প্রমুখ। বক্তারা মার্কিন মদদপুষ্ট ইসরাইলের নৃশংস হামলা বন্ধসহ ইসরাইলী সেনাদের বর্বর অপরাধ আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করার দাবি জানান। একই সঙ্গে বক্তারা ইসলামের নামধারী দলগুলো নিশ্চুপ ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ