চট্টগ্রাম: ঢাকায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয়ার প্রতিবাদে ডাকা সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে নগরীর নূর আহমেদ সড়কে নাসিমন ভবনের দলীয় কার্যালয় থেকে নোমানের অনুসারী বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হলে পুলিশ দলীয় কার্যালয়ের সামনে গতিরোধ করে।
পুলিশের বাধার মুখে ফের দলীয় কার্যালয়ে গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশে করে কর্মসূচি শেষ করতে বাধ্য হয়।
পাহাড়তলী থানা বিএনপির আহ্বায়ক সাবেক কাউন্সিলর সামশুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন।
তিনি বলেন, ‘মামলা দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না। চট্টলার গণমানুষের নেতা আবদুল্লাহ আল নোমানের কিছু হলে চট্টগ্রামে আগুন জ্বলবে। সে আগুনে শেখ হাসিনার মসনদ পুড়ে ছারখার হয়ে যাবে। নোমানের কিছু হলে চট্টগ্রাম অচল করে দেয়া হবে।’
সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সিনিয়র নেতা এম.এ. ছবুর, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. আব্দুস ছাত্তার, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা কাজী শেখ নুরুল্লাহ বাহার, নগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এস.কে. খোদা তোতন, নগর যুবদল সভাপতি কাজী বেলাল উদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আহমেদুল আলম চৌধুরী রাসেল, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের তোফাজ্জ্বল হোসেন, বিএনপি নেতা কাজী সামশুল আলম, মামুনুল ইসলাম হুমায়ূন প্রমুখ।