আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলি প্রধানমন্ত্রী গাজার ওপর প্রচণ্ড হামলার নির্দেশ দিয়েছেন। তিন দিনের যুদ্ধ বিরতি শেষে আজ শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে এ আদেশ দেন। সংবাদ ইকোনোমিক টাইমস এর।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, আজ সকালে গাজায় হামলা চালানো হয়েছে। তবে তারা এখনো ফিলিস্তিনের অধিকৃত এলাকায় প্রবেশ করেননি।
মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনের যুদ্ধবিরতি আজ সকালে শেষ হয়।