নীলফামারী প্রতিনিধি: নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের সারোভাষা গ্রামে শনিবার বেলা ১টায় আগুনে পুড়ে ৩টি পরিবারের ঘরবাড়ী পুড়ে ছাই হয়েছে। গ্রামবাসী জানায়, মন্টু মিয়ার রান্নাঘর থেকে আগুনের সুত্রপত হয়। মুহুতেই আগুন মন্টু মিয়ার বাড়ীসহ আজিজার ও সাইদার আলীর ৬টি টিনের ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র, ধান, চাল পুড়ে ছাই হয়। এ ছাড়া অগ্নিকান্ডের সময় গোয়ালঘরে আটকা পড়ে একটি গরু আগুনে পুড়ে মারা যায়। এতে প্রায় তিন পরিবারের ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।