ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পুলিশ পৌর-শহরে অভিযান চালিয়ে গাঁজা ও দেশী মদ বিক্রেতা ২ মহিলাকে আটক করে। ফুলবাড়ী থানার পুলিশ শুক্রবার রাতে পৌর-শহরের বাস ষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বিখ্যাত গাঁজা বিক্রেতা আব্দুল আজিজের কন্যা নুরজাহান বেগম (৪৫) ও ষ্টেশন এলাকায় দেশী মদ বিক্রেতা বাবুর স্ত্রী মর্জিনা খাতুন (৪০) কে ফুলবাড়ী থান পুলিশ আটক করে।এদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ,বি,এম,রেজাউল করিম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর-এলাকায় পশ্চিম গৌরীপাড়া কাজী খানা এলাকায় অভিয়ান চালিয়ে একই দিনে মৃত-সাবু শেখের পুত্র মন্টু শেখ (৪৫)কে হিরোইন সহ আটক করেন। তাকে উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ম্যাজিষ্টেট মোঃ মনিরুজ্জামান ১ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠান।