• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :

ফুলবাড়ীতে পল্লী বিদ্যুৎ গ্রাহক চরম দূর্ভোগে

polliফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ফুলবাড়ী উপজেলার কয়েক হাজার নতুন বিদ্যুৎ গ্রাহক অনলাইনে আবেদন নিয়ে বিপাকে পড়েছে। কম্পিউটার দোকান গুলোতে আবেদনের জন্য উপচে পরা ভির দেখা যাচ্ছে কিন্ত সারাদিন অপেক্ষার পর আবেদন করতে না পেরে হতাষ হয়ে ফিরছে।ফুলবাড়ী বাজারের কম্পিউটার দোকানদার নুর আলম জানান,পল্লী বিদ্যুৎ সমিতি ১০দিন থেকে সার্ভার বন্ধ রাখায় আবেদন করা সম্ভব হচ্ছে না।জেলার অন্যান্য স্থানেও একই অবস্থা বিরাজ করছে ।ফলে জনমনে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। নাম প্রকাশে অনেচ্ছুক অফিস পিয়ন জানান, যে সময় গ্রাহকরা কম আবেদন করেন সেই সময় কিছু সময়ের জন্য সার্ভার খুলে রাখা হয়।তা ছাড়া বেশীর ভাগ সময় সার্ভার বন্ধ থাকে।অনলাইনে আবেদন ফরম পুরনে দোকান গুলো আবাসিক, বানিজ্যিক সংযোগের জন্য ৩-৪শত এবং ডিপোজিট ওয়ার্ক এর জন্য ৫ শত টাকা দাবী করছে।এর ফলে গ্রাহককে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
এব্যাপারে নাগেশ্বরী যোনালের  ডিজিএম জাকির হোসেন বলেন,বিষয়টি উপরের মহলকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ