দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শহরের পুলহাট এলাকায় একটি চারকল মিলে পিডিবি’র প্রকৌশলী কর্তৃক ৫০ হাজার টাকা উৎকোচ না পেয়ে মিলের সংযোগ মিটার ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয়ে মিল মালিক কোতয়ালী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। কোতয়ালী থানায় দায়ের করা অভিযোগ সুত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে দিনাজপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম ও একই বিভাগের উপ-প্রকৌশলী মিজানুর রহমান পুলহাট আউলিয়াপুরস্থ মালিক আসলাম আলী চারকল মিলে প্রবেশ করে মিটার খারাপ বলে ৫০ হাজার টাকা দাবী করে। মিল মালিক টাকা দিতে অস্বীকৃতি জানালে লাঠি দিয়ে আঘাত মিটারটি ভেঙ্গে ফেলা হয়। এ সময় মিটার ভেঙ্গে ফেলায় মিল মালিক আসলাম প্রতিবাদ করলে পিডিবি’র ওই কর্মকর্তারা তাকে মারধর করে। আসলামের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পিডিবি’র কর্মকর্তাদের আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাদের উদ্ধার করে। এ সময় এলাকাবাসী তাদের গ্রেফতারের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয়।
এদিকে নির্বাহী প্রকৌশলী বিক্রয় ও বিতরণ বিভাগ ২ মোঃ শফিকুল ইসলাম থানায় আসার পর সরকারী কাজে বাধা সৃষ্টির অভিযোগ এনে মিল মালিক আসলামসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ৫/৬ জনকে আসামী করে কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। মামলা নং ১৪, তারিখ- -০৯-০৮-২০১৪। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।