কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এম,পি বলেছেন, বর্তমান শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতায় বজায় থাকলে ২০১৯ সালের মধ্যে সকল ইউনিয়ন পর্যায়ের রাস্তা পাকাকরন এবং ২০২২ সালের মধ্যে বাংলাদেশের ৬৮ হাজার গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, একটি দেশ অর্থনৈতিক ভাবে ঠিক তখনই সাবলম্বী হতে পারবে যখন সে দেশের মানুষ সুশিক্ষা অর্জন করতে সক্ষম হবে। শিক্ষা ছাড়া যেমন উন্নয়ন সম্ভব নয় ঠিক তদ্রুপ বিদ্যুৎ ছাড়াও একটি দেশ কখনও উন্নত দেশে পরিণত হতে পারে না। মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ অফিসের আয়োজনে কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের নয়াবাদ গ্রামের ১৫০ টি বাড়ির মধ্যে ১৪৫ টি বাড়িতে শুভ বিদ্যুৎ সম্প্রসারণ লাইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। ৬নং রামচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আলহাজ্ব মোঃ মাজেদুর রহমান খোকন, ৬নং রামচন্দ্রপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ দলিলুর রহমান সহ প্রমুখ।