বিনোদন ডেস্কঃ অডিও অ্যালবাম, চলচ্চিত্র আর বিজ্ঞাপনচিত্রে গত কয়েক বছর ধরে নিয়মিত গাইছেন নওমী। তবে পড়াশোনায়ও কম যান না। এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। রাজধানীর ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে ব্যবসায় শাখায় জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছেন ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া এই গায়িকা। ১৩ আগস্ট বিকেলে নওমী বললেন, ‘আমি খুব খুশি। সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ ৫ অর্জন করেছি। তবে গোল্ডেন প্লাসের খবর এখনও জানতে পারিনি। মার্কশীট হাতে এলে জানা যাবে গোল্ডেন পেয়েছি কি-না। তবে জিপিএ-৫ও কম নয়। সবাই আমাকে ফোনে ও ফেসবুক পেজে অভিনন্দন জানাচ্ছেন। সুযোগ পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ বিভাগে পড়ার ইচ্ছে আছে বলেও জানান নওমী।