• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৩:১০ পূর্বাহ্ন |

আমন ধানের চারা রোপনে ব্যস্ত রাউজানের কৃষক

villageসিসিনিউজ:  চট্টগ্রাম রাউজান উপজেলার প্রতিটি গ্রামের আমন ধানের চারা রোপনে কৃষকরা ব্যস্ত সময় কাটছে। প্রকৃতি রুক্ষ মেজাজ ধারণ করেছে। মেঘ হলেও বৃষ্টির তেমন একটা দেখা মিলছে না। আবার হঠাৎ বৃষ্টি ঝরলেও যেন কয়েক ফোঁটা পড়েই তা বন্ধ হয়ে যাচ্ছে। কৃষকও কাক্সিকত বৃষ্টির দেখা পাচ্ছেন না। ফলে চারদিকে চলছে তীব্র পানি সংকট। তবুও গ্রামবাংলার কৃষকরা থেমে নেই। কারণ ফসল ফলিয়ে তাদের বাঁচতে হয়। তাছাড়া আমন লাগানোর উপযুক্ত সময় এখনই। তাই ঘরে বসে থাকারও ফুরসত নেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কৃষক ছুটছেন ফসলের মাঠে। বৃষ্টির পানি ফোঁটা ফোঁটা পড়লেও কৃষকরা হত্যাশ। কখন শ্রাবণের বৃষ্টির ঝর ঝর শব্দে মুখরিত হবে ফসলি জমি। তাদের আশার কোন কমতি নেই। আশায় বুক বেধে রয়েছে কৃষকরা।

আবার কেউ কেউ ছাড়ছেন মেশিন। সেই মেশিনের চাকা ঘুরছে আর পানি উঠছে। তবে কয়েকদিন ধরে মোশলধারি বৃষ্টিতে দিনরাত মাঠ-ঘাট থেকে পানি ভেসে আসছে ফসলি জমিতে। বৃষ্টি অভিরাম ঝর ঝর শব্দে ফুটল এবার কৃষকের মুখের হাসি। রাউজানের কৃষকরা শুরু করেছেন চলতি মৌসুমের রোপা আমনের চাষ। চলতি মৌসুমে এ উপজেলায় প্রায় কয়েক হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে সময়মতো বৃষ্টি না হলে এ লক্ষ্যমাত্রা অর্জন হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় দেখা দিয়েছে। বৃষ্টি না হলে কৃষকরা মাঠে শ্যালো মেশিন বসিয়ে সেচের মাধ্যমে জমিতে চাষ করার সকল প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছে।

উপজেলার নোয়াজিষপুর গ্রামের কৃষক তৌহিদুল ইসলাম বলেন এই বছর সময়মত প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানি দিয়ে এলাকার চাষিরা আমন চাষ করছে। কিন্তু এ বছর শ্রাবণ মাসের চলে যাওয়ার শেষ প্রান্তেও কাঙ্কিত বৃষ্টি হচ্ছে না। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে। তবে উপজেলার কৃষকরা তাদের জমিতে ধানের চারা রোপনের শেষ মুহুর্তে রয়েছে। তারা কাক্সিক্ষত বৃষ্টির জন্য দিনরাত অপেক্ষার পহর গুনছে। প্রকৃতির বৃষ্টির না থাকলে বাধ্য হয়েই জমিতে শ্যালো মেশিন বসিয়ে পানি সেচ করতে হবে কৃষকদের। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, কাঙ্খিত বৃষ্টি এই বৎসর দেখা দিচ্ছে কৃষকরা আমন চাষ শুরু করেছেন। এবার ফসলি জমিতে আশা অনুপাত বেশি ফলন কৃষকের গোলায় উঠবে বলে মনে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ