• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ খানসামায় আটক ৫ জুয়াড়ির ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড 

গঙ্গাচড়ায় পানিবন্দি ১০ হাজার পরিবার

Saju gangachara flood picসাজু রহমান, গঙ্গাচড়া (রংপুর): গত ৩দিনে উজান থেকে নেমে আসা পাড়াড়ি ঢলে ডালিয়া ব্রীজের সবকটি গেট খুলে দেয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ১৫সে:মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় ১০ গ্রামের ১০হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ডাইক বাধ ভেঙ্গে কয়েকশ’একর জমির আমন ক্ষেত, পুকুর ডুবে গেছে। তিস্তা পাড়ে আতঙ্ক বিরাজ করছে।
শনিবার তিস্তা পাড়ের বিভিন্ন এলাকা ঘুরে জানাগেছে, তিস্তা নদীতে হঠাৎ করে পানি বৃদ্ধির কারনে নোহালী ইউনিয়নের চর বাগডহরা, চর নোহালী, পূর্ব কচুয়া, সাপমারী, বৈরাতি, আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাংকপাড়া, কোলকোন্দ ইউনিয়নের চিলাখাল চর, ঢাকের চর, মটুকপুর, জিৎপুর, জেলেপাড়া, মিয়াজিপাড়া, সদর ইউনিয়নের ধামুর, গান্নারপাড়, লক্ষ্মিটারী ইউনিয়নের মাঝের চর, শংকরদহ, পশ্চিম মহিপুর, পূর্ব ইচলী, বাগের হাট, মান্দ্রাইন, গজঘন্টা, ইউনিয়নের ছালাপাক মর্ণেয়া ইউনিয়নের ছোট রুপাই, আলাল চর এবং শহররক্ষা বাধের ধারে বসবাসরত পরিবারসহ প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে বাঁধের ধারে এবং উচুস্থানে আশ্রয় নিয়েছে। পানিবৃদ্ধির ফলে সৃষ্ট বন্যায় চরাঞ্চলে যাতায়াতের অধিকাংশ রাস্তা ডুবে যাওয়ায় চরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নৌকায় করে ঘরবাড়ি ও অন্যান্য মালামাল সরিয়ে নিচ্ছে। বিভিন্ন প্রকার শাক-সবজি, তরি তরকারী ও সদ্য রোপনকৃত কয়েক হাজার একর জমির আমন ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাংকপাড়া গ্রামে অবস্থিত মার্জিনাল ডাইক বাঁধের প্রায় ৫’শ ফুট এলাকা পানি উন্নয়ন বোর্ডের চরম গাফিলতির কারনে তীব্র পানির তোড়ে ভেসে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ওই এলাকার কয়েক একর জমির আমন ক্ষেত নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় আশংকায় এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। কোলকোন্দ ইউপি চেয়ারম্যান মমিনুর ইসলাম জানান, হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তার ইউনিয়নের ৪হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারগুলো মানবেতর জীবন যাপন করছে।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম পানি বৃদ্ধির কথা স্বীকার করে বলেন, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে উর্র্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ