সিসিনিউজ: সৈয়দপুরে জন্মাষ্টমীর আনন্দ র্যালী করেছে হিন্দু ধর্মাবলম্বীরা। র্যালীটি রোববার সকালে শহরের তুলশীরাম সড়ক থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হিন্দু সম্প্রদায়ের প্রায় ২ হাজার লোকজনের সাথে একাত্মতা প্রকাশ করে অংশ নেন সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার, উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার, সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ, পৌর কাউন্সিলর কনিকা রানী সরকার, সাবেক মহিলা কাউন্সিলর সাবিত্রি চক্রবর্তী, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সৈয়দপুর পূজা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত র্যালীতে সৎসঙ্গ বাংলাদেশ, হিন্দু কল্যাণ পরিষদ, যুব হিন্দু কল্যাণ সমিতি সহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলের বিভিন্ন সংগঠন ও শহরের কিছু প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে।