• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
তাপপ্রবাহ নিয়ে ৭২ ঘণ্টার সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের উত্তরের চার জেলার সাথে রংপুরের বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা খানসামায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩৯টি স্টলে উন্নত জাতের পশু-পাখি প্রদর্শন নীলফামারীতে প্রানি সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী শুরু ক্ষেতলালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ‍্যে হাতাহাতি  সড়ক দূর্ঘটনায় সংগীত শিল্পী পাগল হাসানসহ নিহত ২ পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, জনজীবন বিপর্যস্ত কারারক্ষী ও নারী কয়েদির অনৈতিক সম্পর্ক: নারী হাজতিকে মারধরের অভিযোগ

মরণঘাতি কর্মসূচি চালাচ্ছে সরকার-মির্জা ফখরুল

Fokrulসিসিনিউজ: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দেশের আপামর জনসাধারণ যখন সোচ্চার, তখন বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতাকর্মীদেরকে সন্ত্রাসী বাহিনী দিয়ে নিশ্চিহ্ন করার মরণঘাতি কর্মসূচি চালিয়ে যাচ্ছে।’

শুক্রবার দুপরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুক্রবার সকালে পিরোজপুর জেলাধীন সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য শহীদুলকে নৃশংসভাবে পেটে গুলি করলে শহীদুলকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এই বর্বর ও পৈশাচিক ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে এ সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার সাজিয়ে হত্যা, গুম, অপহরণের কাজে পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাণ্ডব ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বিরোধী দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। ’

মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘নিজেদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় আঁচ করতে পেরেই দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে তারা সর্বগ্রাসী অনাচার চালিয়ে যাচ্ছে। আর এজন্য তারা রক্তাক্ত জনপদে পরিণত করেছে সারা বাংলাদেশকে। সারাদেশে সন্ত্রাসী ধারাবাহিকতায় হত্যার উদ্দেশ্যেই নির্মমভাবে গুলিবিদ্ধ করা হয় পিরোজপুরের শহীদুলকে।’

তিনি অবিলম্বে ‘হত্যার উদ্দেশ্যে’ শহীদুলের ওপর ‘নির্মমভাবে’ গুলিবর্ষনকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ