• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন |

বকশীগঞ্জে বন্যায় ৩৫ গ্রাম প্লাবিত, পানিবন্দি ২৫ হাজার মানুষ

flood picজিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ (জামালপুর) : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র, দশানী ও জিঞ্জিরাম নদীতে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে ভাঙ্গণের কবলে পড়ে প্রায় অর্ধশতাধিক বসতবাড়ি ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়েছে। বুধবার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলা প্রশাসন নৌকা যোগে সরেজমিনে পরিদর্শন করলেও এখন পর্যন্ত সরকারিভাবে বন্যার্তদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হয়নি।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এরশাদ হোসেন খান জানান, ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার সাধুরপাড়া ও মেরুরচর ইউনিয়নের নদীর তীরবর্তী পাচঁটি গ্রামে ব্যাপক ভাঙ্গণের কবলে পড়েছে। গত ৩ দিনে অর্ধশতাধিক বাড়িঘরসহ বির্স্তীণ ফসলি জমি নদীর গর্ভে বিলীন হয়েছে।
এছাড়া নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার বগারচর ইউনিয়নের এর একাংশ, সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড়, ডেরুরবিল , কামালের বার্তী, চর কামালের বার্তী, শেক পাড়া, বাঙ্গাল পাড়া, গাজীর পাড়া, আচ্চাকান্দি, বালু গ্রাম, মেরুরচর ইউনিয়নের মাদারের চর, কলকিহারা, জব্বারগঞ্জ, ভাটি কলকিহারা, মাইছানির চর,মদনের চর,ও নিলাক্ষিয়া ইউনিয়নের একাংশ সহ ৩৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চল গুলোতেও নতুন নতুন এলাকায় বন্যায় প্লাবিত হচ্ছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২৫ হাজার মানুষ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে , বন্যায় এসব এলাকার ১ হাজার ২ শ’ হেক্টর রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। বন্যার পানি দীর্ঘায়িত হলে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে।  এছাড়া পানিবন্দি এলাকায় বিশুদ্ধ পানির সঙ্কট দেখা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ