
আন্তর্জাতিক ডেস্ক: গাজাবাসীকে লক্ষ্য করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সতর্কবার্তাকে দেশটির দুর্বলতা আখ্যা দিয়ে তা উড়িয়ে দিয়েছে হামাস।
আলজাজিরা
হামাসের মুখপাত্র সামি আবু জুহরি রোববার এক বিবৃতিতে বলেন, ইসরাইল সমুখ যুদ্ধে পরাজিত হয়ে এখন হত্যা ও ভয় দেখানোর পন্থা অবলম্বন করছে। কিন্তু এক্ষেত্রে ফিলিস্তিনিরা ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করবে।
উল্লেখ্য, ইসরাইলের প্রধানমন্ত্রী গাজার নাগরিকদেরকে হামাস নিয়ন্ত্রিত এলাকা থেকে সরে যেতে আহ্বান জানিয়েছেন। এসব এলাকা ইসরাইলের সম্ভাব্য হামলার ব্যাপারেও সতর্ক করেন তিনি।
নেতানিয়াহুর ওই বক্তব্যের কয়েক ঘণ্টা পরে জাবালিয়ায় একটি বিমান হামলায় এক নারী তার তিন বাচ্চাসহ নিহত হয়েছেন।
অন্য দিকে আজ সকালে আরেকটি হামলায় একবছর বয়সী এক শিশু ও সতের বছরের এক তরুণী নিহত হয়েছে।