একরামুল হক বেলাল, সিসি নিউজ: পার্বতীপুর উপজেলার চৌপাতি থেকে আমবাড়ী পর্যন্ত ঠিকাদার রাস্তা পাকা করনের কাজ শুরু করে। এলাকাবাসী ঠিকাদারের মিস্ত্রি কালামকে (৪৫) মারধর করলে ঠিকাদার কাজ বন্ধ করে দেয়।
জানা যায়, পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে চৌপাতি থেকে আমবাড়ী ১২ কিলোমিটার রাস্তা পাকা করনের জন্য দিনাজপুরের ঠিকাদার রাসেদুল ইসলাম কাজ শুরু করে। মঙ্গলবার সকালে এলাকার সাবেক চেয়ারম্যান মাহাতাব উদ্দিনের পুত্র আনিসুর রহমান আনিস সহ তার কয়েক জন সহযোগি কাজের মান খারাপ হচ্ছে বলে মিস্ত্রি কালামের সংগে বাক বিতান্ডের এক পর্যায়ে আনিস কালামকে মারধর করে। এতে মিস্ত্রি কাজ বন্ধ করে দিয়ে ঠিকাদারকে ঘটনাটি জানায়। ঠিকাদার পার্বতীপুর উপজেলা প্রকৌশলীকে বিষয়টি অবগত করে। পারে দুপুরে পার্বতীপুর মডেল থানার অফির্সাস ইনচার্জ মাহামুদুল আলম ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ঠিকাদার রাশেদুল ইসলাম জানায়, কাজের মান দেখার জন্য প্রকৌশলী রয়েছে। এলাকার লোকজনের কোন সমস্য হলে উপজেলা প্রকৌশলীকে জানাবেন। কিন্তু কাজ চলাকালে মিস্ত্রিকে মারধর বিষয়টি ঠিক করেনি।