কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়িকে ১২ লিটার বাংলা মদ সহ আটক করেছে থানা পুলিশ। এঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তিনজনকে আসামী করে থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ১০।
পুলিশ জানায়,গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুটিমারী দক্ষিণ হিন্দু পাড়া থেকে মিঠুন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ১২লিটার বাংলা মদসহ হাতেনাতে আটক করে কিশোরগঞ্জ থানা পুলিশ। আটক মিঠুনকে গ্রেফতার দেখিয়ে নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে মাদক বিক্রির সহযোগীতার অভিযোগে মিঠুনের পিতা নরেশ চন্দ্র (৪৫) ও মা শান্তি বালা(৪০) কে একই মামলায় আসামী করা হয়েছে। তারা পলাতক রয়েছে।কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার বিষয় নিশ্চিত করেছেন।