ঢাকা: চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ বুধবার রাত সোয়া ৯টার সময় রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজ বাসায় তিনি খুন হন। তিনি চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান “শান্তির পথে” ও ”কাফেলা” অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, মাওলানা নুরুল ইসলাম ফারুকীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তবে কি কারণে বা কেন তাকে হত্যা করা হয়েছে এখনো তা জানা যায়নি।
প্রতিবাদে হরতাল: চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘হজ্ব কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের প্রতিবাদে আগামী রোববার রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রসেনা।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিহতের বাসার সামনে কয়েকশ অনুসারী ও ভক্ত জড়ো হন। এ সমায় ইসলামী ছাত্রসেনার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এ হরতালের ডাক দেন।
তারা খুনের ঘটনার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেয়।
এছাড়া বৃহস্পতিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে আহলে সুন্নাত ওয়াল জামায়াত।