সিসি নিউজ: নীলফামারীর ডোমারে মাদক সেবন ও চোলাই মদ রাখার দায়ে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে ডোমার উপজেলা শহরের বাসষ্টান্ড সংলগ্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। ডোমার থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডোমার থানার এস,আই জাকির হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ বুধবার রাতে ডোমার বাসষ্টান্ড সংলগ্ন এলাকা থেকে আড়াই লিটার চোলাই মদ সহ আব্দুর রশিদ (৪৫) নামের এক ব্যাক্তিকে গ্রেফতার করে। সে উপজেলার ছোটরাউতা গ্রামের মৃত মফিজার রহমানের পুত্র। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২২(গ) ধারায় মামলা হয়েছে যার নম্বর ২২। অপরদিকে মাদক সেবনের সময় আতিয়ার রহমান (৪৭) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ছোটরাউতা গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র। আজ বৃহস্পতিবার তাদের আদালতে প্রেরন করা হয়েছে।