উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বাদশা মন্ডল (৫৫) নামে এক গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার এই মামলা করা হয়। তিনি উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের লাঠির খামার গ্রামের আব্দুল লতিফ মন্ডলের ছেলে।
এলাকাবাসী জানায়, গরু ব্যবসায়ী বাদশা মন্ডল মালতিবাড়ি বাজার হতে শনিবার রাতে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লাঠির খামার মসজিদের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত ধারালো কার্টার দিয়ে পেছন থেকে তার গলা কেটে ফেলে। এ অবস্থায় বাদশা মন্ডল মতিয়ার রহমানের বাড়িতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। সেখানে প্রচুর রক্তক্ষরণে পর তার মৃত্যু হয়। মতিয়ার রহমানের স্ত্রী রওশনারা ও ছেলের বউ শাহাজাদির চিৎকারে এলাকাবাসী এসে বাদশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত গরু ব্যবসায়ীর কোনো শত্রু ছিল না তাদের ধারণা দুর্বৃত্তরা তার টাকা ছিনতাই করতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
উলিপুর অফিসার ইনচার্জ জমির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উলিপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।