রফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে গরুর মাংসে আল্লাহু লেখা দেখা দেয়ায় মহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িতে উৎসুক জনতার ঢল নামে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউপি’র পুনকর গ্রামের বাসিন্দা উপজেলা সদর বাজারের বিশিষ্ট ডাল ব্যবসায়ী মিজানুর রহমান বুলবুল সোমবার সন্ধ্যায় বাজার থেকে দু’কেজি গরুর মাংস ক্রয় করে বাড়িতে নিয়ে যান। রাত্রে মাংসগুলো তার স্ত্রী শিরিনা বেগম ফ্রিজে রেখে দেন। পরদিন দুপুরে ফ্রিজ থেকে মাংসগুলো বের করে রান্নার জন্য চুলায় উঠায়। রান্না চলাকালীন রাধুনী শিরিনা বেগম দেখতে পান ৪টি মাংসের টুকরা উপরে ভেসে থাকে এবং তাতে আল্লাহু আরবী সম্বলিত লেখা দেখে চুলা থেকে মাংসের কড়াই নামিয়ে ফেলে। পরে এ খবর ছড়িয়ে পড়লে মহুর্তের মধ্যে আশে-পাশের বিভিন্ন বয়সী লোকজন ওই বাড়িতে ভিড় জমায়। ঘটনাটি নিয়ে এলাকা জুড়ে দারুণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।