দিনাজপুর প্রতিনিধি: জেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি সদস্যরা। মঙ্গলবার দুপুর ২টার দিকে বাংলাহিলি রেলস্টেশনের পিছন থেকে বিজিবি হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
আটককৃতরা হলেন-বগুড়া জেলার আদমদিঘি উপজেলার গাড়হানি গ্রামের মৃত গোপাল চন্দ্রের ছেলে গোপেন চন্দ্র (৬৩), তার স্ত্রী দিপালি রানী (৫২), পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুরিয়া গ্রামের যদুনাথ অধিকারীর ছেলে নরেন্দ্রনাথ অধিকারী (৬০), কুষ্টিয়ার ভেড়ামাড় উপজেলা সদরের দিলিপ কুমারের স্ত্রী শিপরা রানী কুন্ডু (৩০), তার ছেলে দিপংকর কুন্ডু (১২), তার মেয়ে রিয়া কুন্ডু (১০) এবং রাজশাহী জেলার বাঘা উপজেলা সদরের মৃত সুনিল রায়ের স্ত্রী বাসন্তি রানী (৫৫)।
বিজিবি হিলি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার জজ মিয়া জানান, অবৈধভাবে ভারতে অনপ্রবেশের সময় হিলি রেলস্টেশনের পিছন থেকে ক্যাম্পের নায়েক ইব্রাহীম তাদের আটক করেন। আটককৃতদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে একটি মামলা দায়ের করেছে।