চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দরে মেধাবী স্কুল ছাত্র আবু হাসান লিখন হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিন্যাকুড়ি বাজারে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। পারিবারিক শত্রুতার জের ধরে গত ২৮ আগস্ট সন্ধ্যায় উপজেলার জোত সাতনালা গ্রামের আজিবদ্দিন পাড়ার একরামুল হকের পুত্র ও বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র আবু হাসান লিখন (১৩) কে শ্বাসরোধ করে হত্যা করে গলায় তোয়ালা দিয়ে বাড়ির ঘরের বারান্দায় ঝুলে রাখে। এ ঘটনায় লিখনের পিতা ৩ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গলায় রশি দিয়ে গৃহবধুর আত্মহত্যা
দিনাজপুরের চিরিরবন্দরে সামসুন নাহার (৪৫) নামে এক গৃহবধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলার কুশলপুর গ্রামের আব্দুল হামিদের স্ত্রী পার্শ্ববতী এনামুল শাহের সেচ পাম্প ঘরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সন্ধ্যায় বাড়ীর লোকজন সামসুন নাহারকে বাড়ীতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে গেলে ঐ সেচপাম্প ঘরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে প্রতিবেশীরা লাশ উদ্ধার করে ভুষিরবন্দরে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান। পরিবারের লোকজন জানায়, নিহত সামসুন নাহার মানসিক রোগী ছিল। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় ইউডি মামলা হয়েছে।