সিসি ডেস্ক: একটা-দুটো নয় আস্ত সাড়ে ৪৩টি মোজা গিলে খেয়ে ফেলেছে একটি কুকুর। মার্কিন পশু চিকিৎসকেরা অস্ত্রোপচার করে কুকুর পেট থেকে মোজাগুলো উদ্ধার করেছে। কুকুরটি এখন সুস্থ আছে এবং আগামীকাল তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছে ডোভ লুইস ইর্মাজেন্সি অ্যানিমেল হাসপাতালের চিকিৎসকেরা।
অসুস্থ হয়ে পড়লে চলতি বছরের ফেব্রুয়ারিতে পশু হাসপাতালে ভর্তি করা হয় কুকুরটিকে।
কুকুরের পেটে সাড়ে ৪৩টি মোজা!
৬৪ কেজি ওজনের গ্রেট ড্যান কুকুরটি মোজা চিবাতে পচ্ছন্দ করতেন বলে জানিয়েছেন তার মনিব। তবে কুকুরটি যে মোজাগুলো আস্ত গিলে খেয়ে ফেলতে পারে, এটি কেউ চিন্তাও করেনি।
পশু চিকিৎসকও জানিয়েছে, কোনো পশুর পেট থেকে এতোগুলো মোজা উদ্ধারের ঘটনা এই প্রথম। এটি আমাদের মধ্যেও বিস্ময়ের সৃষ্টি করেছে।
এখন মনে হয় এধরনের অপচনশীল দ্রব্য খাওয়ার জন্যে কুকুরটিকে একটি পুরস্কার দেয়া যেতে পারে!
হাসপাতালের দেয়া বিবৃতিতে বলা হয়, ‘এক্স-রে রির্পোটে কুকুরের পেটে অপচনশীল কিছু দ্রব্য পাওয়া গেছে। অস্ত্রোপচারের মাধ্যমে আমরা এগুলো অপসারন করেছি। কুকুরের পাকস্থলীতে সাড়ে ৪৩টি মোজা পাওয়া গেছে।