দিনাজপুর প্রতিনিধি: জেলার পার্বতীপুর উপজেলার রেলের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) নিটক থেকে অলিউল (২৭) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। অলিউল দিনাজপুর জেলার খানসামা উপজেলার কাচুনিয়া গ্রামের ওয়াহেদ মেম্বারের ছেলে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন জানান, রেলের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) ৫শ’ মিটার উত্তরে পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠায়। ভোরে কোনো গাড়ির নিচে চাপা পড়ে অলিউলের মৃত্যু হতে পারে বলে তিনি জানান।