কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে বন্যার্তদের জন্য ইউনিসেফের দেয়া ১৭ কার্টুন ত্রাণ উদ্ধার করেছে রৌমারী ও কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ সময় রৌমারী উপজেলা প্রশাসনের দুই কর্মচারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার দুপুরে রৌমারী উপজেলার ইউএনওর সহকারী জিল্লুর রহমানের বাসা থেকে ১৪ কার্টুন ত্রাণসামগ্রীসহ ইউএনওর পিয়ন সোলায়মানকে আটক করে রৌমারী থানা পুলিশ।
অপরদিকে ত্রাণ পাচার করে জিল্লুর রহমানের কুড়িগ্রামের বাড়িতে আনার পথে বৃহস্পতিবার বিকেলে শহরের মোগলবাসা নৌঘাট থেকে তিন কার্টুন ত্রাণসামগ্রীসহ ইউএনও অফিসের নাইটগার্ড আশরাফুলকে আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ইউনিসেফ রৌমারী উপজেলা পরিষদের বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা করে। উক্ত ত্রাণসামগ্রী রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী জিল্লুর রহমান অন্যান্য কর্মচারীদের সহায়তায় আত্মসাত করে কালোবাজারে বিক্রি করছে বলে অভিযোগ পেয়ে থানা পুলিশ এ অভিযান চালায়। প্রতি কার্টুনে পাঁচ হাজার টাকা মূল্যমানের বিভিন্ন সামগ্রী ছিল বলে জানা গেছে।